হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল বলেন উপজেলা বাসি খুবই শান্তিপ্রিয় এবং সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে বসবাস করে। আমরা সব সময় সমাজের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব, নেগেটিভ দিকগুলো এড়িয়ে চলবো এবং যত সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এখানে মাদকের কোন ঠাঁই নেই, মাদক সম্পর্কে জিরো টলারেন্স, আমি মাদক মুক্ত উপজেলা গড়তে চাই সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
২৩ শে অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে উপজেলা আইন- শৃঙ্খলা, চোরা চালান, নাশকতা, মানবপাচার,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভার সভাপতি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন
সভায় উপস্থিত দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন মাদক আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, মাদকের ভয়াবহ কাল ছোবল থেকে সমাজকে বাঁচাতে হবে। দামুড়হুদা উপজেলায় হাত বাড়ালেই যেখানে সেখানে মাদক মিলছে। প্রশাসনকে বলবো আপনারা মাদক কারবারি এবং সেবনকারীকে আইনের আওতায় আনেন। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ মাদকের ব্যাপারে কোন সুপারিশ করবো না।
একই সময় মুন্সিপুর বিজিবি কোম্পানি কমান্ডার সাইফুল ইসলাম বলেন আমরা যারা এই উপজেলার মানুষ বিশেষ করে সীমান্ত এলাকায় বসবাস করি যদি সচেতন না হয়, কখনোই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু চোরা চালান, মাদক ও স্বর্ণ চোরাচালান বন্ধ করা যাবে না। কারণ আমাদের অল্প সংখ্যক বিজিবি সদস্য নিয়ে ক্যাম্প থেকে কমপক্ষে পাঁচ সাত মাইল ডিউটি দিতে হয়। উপরপক্ষে ভারতে একই দূরত্বে কমপক্ষে তিনটি করে বিএসফ ক্যাম্প আছে। আমাদের মাদক চোরা চালান ও সেবন বন্ধ করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দর সদিচ্ছা থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ হেলনা আক্তার নিপা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) নীরব, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা জামাতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামছুজ্জোহা পলাশ, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশীদ, শিক্ষা অফিসার আবু হাসান,বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মামুনুর রশিদ, কার্পাসডাঙ্গা মিশন ক্যাথলীক গির্জা প্রতিনিধি সোপান মন্ডলসহ, বিজিবি ক্যাম্পের বিভিন্ন কোম্পানি কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।