ঢাকাThursday , 25 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জের চর নাংলা আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ সংকটে ভোগান্তি।

দেশ চ্যানেল
September 25, 2025 10:04 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর নাংলা আশ্রয়ন প্রকল্পের স্থায়ী বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। ফলে রাতের আঁধারে কেরোসিনের কুপির আলো কিংবা ব্যাটারিচালিত লাইটের ওপর নির্ভর করেই চলতে হচ্ছে তাদের।

অভিযোগ রয়েছে, আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো নির্মাণের পর বহু পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করলেও এখনো বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়নি। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে পরিবারের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ লাইনের সংযোগ মাত্র দুইটি খুঁটি স্থাপন করলেই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে।

চর নাংলা আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা মো. হালিম বলেন, আমাদের ছেলেমেয়েরা বিদ্যুৎ না থাকায় ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। সামান্য দুইটি খুঁটি দিলে বিদ্যুৎ আসবে, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না।”

স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত প্রয়োজনীয় খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করলে প্রকল্পের পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। তারা আশা করছেন, খুব দ্রুত আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST