মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জের শতদল সমবায় সমিতি’র পরিচালক আব্দুল বাছেদ কে উত্তরা থেকে গ্রেফতার ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ঢাকার উত্তরা বিশেষ অভিযান চালিয়ে মাদারগঞ্জের শতদল সমবায় সমিতি’র পরিচালক আব্দুল বাছেদ কে উত্তরা থেকে গ্রেফতার জামালপুর ডিবি পুলিশ।
জানা গেছে, হাজার কোটি টাকার সমবায় সমিতি কেলেঙ্কারি: জামালপুর ডিবি-১ এর অভিযানে পাঁচটি গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত অন্যতম আসামি অত্র উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে আব্দুল বাছেদ।
গ্রাহকদের আমানতের টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয় বিভিন্ন সমিতির পরিচালকদের বিরুদ্ধে ।
এরই ধারাবাহিকতায় অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে বিশেষ অভিযান পরিচালনা করে জামালপুর ডিবি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন উত্তরা ১৮ নম্বর সেক্টর এর রাজউক আবাসিক ফ্ল্যাট প্রকল্পের ” কলাবতী” ভবনের তার ভাড়াকৃত ফ্লাট হতে আটক করা হয়।
জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিআর আমলী আদালত, মাদারগঞ্জ কর্তৃক জারিকৃত ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
সম্প্রতি মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন নামে সমবায় সমিতির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগের মামলার আসামি গ্রেফতার ও টাকা ফিরে পাবার দাবীতে হাজার এর উপরে ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর মিছিল সহ এসে ফৌজদারী মোড় অবরোধ করে।
জেলা পুলিশ প্রশাসন ভুক্তভোগীদের আশ্বস্ত করেন যে দ্রুতই আসামী গ্রেফতার করা হবে । এরই ধারাবাহিকতায় জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার জামালপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ( অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যন্ড অপস)- এর নির্দেশনায় মোঃ নাজমুল সাকিব ওসি ডিবি-১ এর সরাসরি তত্বাবধানে এস আই আসাদুজ্জামান, এস আই আব্দুল্লাহ আল আজাদ, এসআই মোঃ আব্দুল মতিন এর সমন্বিত ডিবি-১ এর টিম বর্নিত আসামীকে গ্রেফতার করে।
আমরা আইনের শাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গ্রেফতারি অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির প্রতিফলন। অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জামালপুর ডিবি পুলিশ।