মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র কাপ পিরিচ মার্কার অফিস পুড়ানোর অভিযোগ উঠেছে। অদ্য রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে মাদারগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্রের অফিসে আগুন দিয়ে চাদুয়া পুড়ানো, ৩০ টি চেয়ার এবং ২ টি টেবিল উধাও করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বেলা ১১ টায় মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন কেন্দ্র ও নির্বাচনী অফিসে দায়িত্ব থাকা শফিকুল ইসলাম বাদী হয়ে ৩ জন কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। শফিকুল জানান নির্বাচনী অফিস থেকে কর্মীদের নিয়ে কাপ পিরিচ মার্কার প্রচারণার কাজে যাই। সেখান থেকেই চিল্লাচিল্লি শুনতে পাই দৌড়ে গিয়ে দেখি অফিসে আগুনে পুড়ছে সেখানে ৩০ টি চেয়ার ও ২ টি টেবিল নিয়ে গেছে অভিযুক্তরা।
চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু জানান অফিস পুড়ানোসহ চেয়ার- টেবিল নিয়ে গেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে।
মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন জানান অভিযোগ পেয়েছি, বিষয়টি উপর মহল ও অবগত আছে, ঘটনাস্থলে ওসি স্যার সহ পুলিশের টিম পরিদর্শন করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।