মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে৷ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন,শীতবস্ত্র, ঔষধ বিতরণ শেষে মুক্ত আড্ডা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,সাংবাদিক বজলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রকি রায়হান ও আহত সিয়াম আহমেদ প্রমূখ। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ, সাংবাদিকদবৃন্দ, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।