ঢাকাSunday , 21 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে তারতাপাড়ার কৃষি জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 21, 2025 1:35 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে  তারতাপাড়ার শতাধিক কৃষকের ২০০ একর কৃষি জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে কৃষকের এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর-২৫, রবিবার সকাল ১১ টায় মাদারগঞ্জ উপজেলা চত্ত্বরে জামিরুল ইসলাম এ মানববন্ধনের নেতৃত্বে দেন।

দৃষ্টি নন্দন হাওয়ায় রোড, খরকা ঝিলের দক্ষিণ পাশে তারতাপাড়া এলাকার শতাধিক কৃষকের ২০০ একর ৩ ফসলি আবাদী জমি এখন ৫/৬ ফুট পানির নীচে। বিগত ৩ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তারতাপাড়ার শতাধিক কৃষকের ৩ ফসলী আবাদি জমি থেকে পানি নিষ্কাশনের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে স্হানীয় কৃষক নেতা জামিরুল ইসলাম এর নেতৃত্বে  মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কামাল শেখ, শফিকুল শেখ, কেফাতুল্লাহ মন্ড্ল, আলতাফুর মন্ডল, আঃ রশিদ শেখ রফিকুল শেখ, দেলোয়ার হোসেন,  আজহার শেখ, আশরাফ মন্ডল ও জিন্নাহ মন্ডল প্রমূখ।

তিনি বক্তব্যে আরও বলেন, তারতাপাড়া এলাকার বাহাদুর আলী,  সেক্কু মিয়া, এক্কু মিয়া, সোলাইমান, হাসান আলী, সেকান্দর আলী সহ অসংখ্য মানুষের এক বিঘা থেকে দুই বিঘা করে ৩ ফসলী আবাদী জমি রয়েছে। তাও এখন জলাবদ্ধতার কারণে ৫/৬ ফুট পানির নীচে তলিয়ে গেছে। একারণে  তারতাপাড়ার শতাধিক কৃষক ফসল উৎপাদন করতে না পারার পরিবার পরিজন নিয়ে অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছে।

দেলোয়ার হোসেন বলেন, উপজেলা চত্ত্বর হাওয়ায় রোড খরকা ঝিল এর দক্ষিণ পাশে শতাধিক কৃষকর ২০০ একর ৩ ফসলী আবাদী জমিতে এখন জলাবদ্ধতার কারণে ৫/৬ ফুট পানি নীচে।তারতাপাড়ার শতাধিক কৃষক অর্থ কষ্টে খেয়ে না খেয়ে  মানবেতর জীবনযাপন করছে।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ না করা হলে তারা নিজেরাই ২০০ একর জলাবদ্ধতা জমি থেকে পানি নিষ্কাসন করবে।

কৃষক নেতা জামিরুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও  বক্তব্য রাখেন, কামাল শেখ, শফিকুল শেখ, কেফাতুল্লাহ মন্ড্ল, আলতাফুর মন্ডল, আঃরশিদ শেখ রফিকুল শেখ, দেলোয়ার হোসেন,  আজহার শেখ, আশরাফ মন্ডল জিন্নাহ মন্ডল প্রমূখ।

এ সময়ে মানববন্ধনে তারতাপাড়ার শতাধিক কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন |

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST