মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দূর্নীতিদমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুর এর ব্যবস্থাপনায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ, প্রধান শিক্ষিকা নাজমা জাহান। জামালপুর দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মোঃ আতিউর রহমান।
বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন মাদারগঞ্জ শিক্ষক/কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি জহুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক/ কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মোতালেব সেলিম।
মর্ডারেটর এর দায়িত্বে মাদারগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি রকিবুল ইসলাম লিটন।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এ এফ এম মাহবুবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান।
প্রতিযোগীতার বিষয়ঃ “জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতিত দুর্নীতি নির্মূল করা কোন ক্রমেই সম্ভব নয়” ও “দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার মূল কারণই দুর্নীতি”।
প্রথম পর্বে- মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) বনাম আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) এবং বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষদল) বনাম বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয় (বিপক্ষদল) ২য় রাউন্ডে অংশ নেয় মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) বিজয়ী, দলনেতা- মাহজাবিন মোবাশ্বিরা বনাম বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (বিপক্ষদল) বিজয়ী দলনেতা- সত্যনী রানী।
চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এ সময় অন্যান্য শিক্ষকবৃন্দ/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীসহ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরুস্কার বিতরণ করা হয়।