মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো দুইজন শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন।
নিহতদের মধ্যে রয়েছে—কালিবাডি প্রি ক্যাডেটের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাঁদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।
এদিকে এখনো নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে থেকে সার্বিক অভিযান পরিচালনা করছে।
স্থানীয়রা জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায় । একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে অন্য ৫ জন গোসলে নামে কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা শিশু তাদের ডুবে যাওয়া দেখে দৌড়ে বাড়ীতে গিয়ে খবর দেয় এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
এদিকে ফায়ার সার্ভিসে চৌকস দল অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করতে না পেরে তারা রাত আটটার দিকে উদ্ধার কাজ আজকের দিনের জন্য সমাপ্ত ঘোষণা করেন আবার আগামীকাল সকাল আটটার দিকে উদ্ধার কাজে অংশগ্রহণ করার জন্য নিখোঁজের পরিবারকে আশ্বাস দেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                