মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন যুবলীগের নেতাকে নাশকতা মামলায় এবং আরো ৩ জন পরোয়ানাভক্ত আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর নিজ এলাকা থেকে যুবলীগের নেতাকে আটক করে এবং অন্যান্য মামলায় ৩ জন কে নিজ নিজ এলাকা থেকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ৪ নং বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক আমিনুর মোল্লা (৪০), মির্জাপুর এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে গত ২৪ অক্টোবর/২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু’র দায়েরকৃত নাশকতা মামলায় আমিনুল মোল্লা কে আটক করা হয়েছে।
আটককৃত অন্যান্য আসামীদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী বীর লোটাবর এলাকার কনিছ মিয়া(২৫) ও মজিবর শেখ (৫২)। পরোয়ানাভুক্ত আসামী বালিজুড়ী পূর্ব পাড়ার আলীম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪৫)।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান নাশকতা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা কে আটক করা হয়, অন্যান্যরা পরোয়ানাভুক্ত আসামী এবং শনিবার তাদেরকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।