ঢাকাMonday , 14 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে নিজ বাড়িতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত আরেকজন।

দেশ চ্যানেল
July 14, 2025 4:38 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাতের আঁধারে নিজ বাড়িতে মাসুদ প্রামানিক (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার চাচা রুবেল প্রামানিক (২০) গলাকাটা অবস্থায় গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী আলতাফুর রহমান দেশে ফেরার কথা থাকায় পরিবারের সদস্যরা শনিবার রাতেই তাকে আনতে ঢাকায় যান। এ সময় বাড়িতে একা ছিলেন রুবেল প্রামানিক। রাত ১১টার দিকে তিনি ভাতিজা মাসুদকে বাড়িতে ডেকে এনে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে বাড়ির লোকজন দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা বিছানার ওপর মাসুদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পাশে গলাকাটা অবস্থায় রুবেলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত রুবেল চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST