মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। সভাপতিত্ব করেন জামালপুর জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম।
বিশেষ অতিথির ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিজুড়ী এস,এম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ বদিউজ্জামান তালুকদার,মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ , মাদারগঞ্জ এ,এইচ, জেড সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি আল আমিন, সুপার আব্দুল মোত্তালিব সেলিম, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, শিক্ষার্থী জাহিদুর রহমান, শিক্ষার্থী মারিয়া সুলতানা প্রমূখ। সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার।
আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস মাদারগঞ্জ,জামালপুর।
পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ এবং পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।