মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
শারদীয় দূর্গা পূজা-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
বুধবার বিকালে বালিজুড়ী শ্রী শ্রী লক্ষী নারায়ণ ঠাকুরবাড়ী মন্দিরের পূজামণ্ডপ ও গাবেরগ্রাম ঝালোপাড়া নাটমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা। এসময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ, জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূইয়া, মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস ও কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী সহ স্ব স্ব মন্দির কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন জামালপুর জেলায় ২০৬ টি পূজা মন্ডপ রয়েছে। পূজা শুরুর পূর্ব থেকেই আমরা বিভিন্ন ধরণের আইনশৃঙ্খলার সদস্যরা নিয়োজিত ছিল। পুলিশ,আনসার,বিজিবি, র্যাব সহ সবাই এখানে কাজ করছে। আমাদের এই জেলাতে এই পর্যন্ত আইনশৃঙ্খলার কোন বিঘ্ন হয়নি এবং ভবিষ্যতে ও হওয়ার কোন আশংকা নেই। এখানে অত্যন্ত সমর্থ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে এই সমস্ত উপজাগুলো উদযাপিত হচ্ছে এবার। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার অত্যন্ত নির্ভীঘ্ন ছিল পূজা। আগামীকাল সুন্দর আইনশৃঙ্খলার পরিস্থিতির মাধ্যমে পূজার দশমি শেষ হবে আশা করছি।
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটি সহ মন্ডপ কমিটির সকলের সাথে কথা হয় তারা জানিয়েছে যে অতিতের তুলনায় খুব সুন্দর, শান্তিপূর্ণ ও সোহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হতে যাচ্ছে। প্রতিটি মন্ডপে আমরা সরকারি ভাবে সর্বাত্মক সহযোগিতা করছি।