মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
বুধবার বিকালে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বীরগোপালপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আলাউদ্দিন ও বারিক গংদের বিরুদ্ধে এ অভিযোগ করেন একই এলাকার মৃত আব্দুল মজিদ খোকা’র ছেলে কালাম ও বাবুল।
জানাগেছে খোর্দ্দ জোনাইল মৌজার সি এস খতিয়ান ৩৬ ও আরওয়ার খতিয়ান ৫৬,সি এস ও আরওয়ার দাগ ২৬২৬ এবং ৪৩৯০ নং বি আর এস দাগে ৫২ শতাংশ জমি দীর্ঘদিন যাবত দখলের মাধ্যমে চাষাবাদ ও গাছ লাগিয়ে আসিতেছে মৃত আব্দুল মজিদ খোকা’র ছেলে কালাম ও বাবুল গং । গত ০২-১১-২০২৩ ইং তারিখে একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আলাউদ্দিন ও বারিক গং উপরোক্ত ৫২ শতাংশ জমি সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক দখল করে জমিতে থাকা গাছগুলো কর্তন করে মাটি ভরাট ও ঘর বাড়ী নির্মাণের পায়তারা করিতেছে ।পৈতৃক ও ক্রয়সুত্রে প্রকৃত জমির মালিক মৃত আব্দুল মজিদ খোকা’র ছেলে কালাম ও বাবুল গং । যাহার উত্তরে মুগল দক্ষিণে নদ্দন হাজী পূর্বে আলাউদ্দিন পশ্চিমে রাস্তা। আরো বিশেষ সূত্রে জানা যায় উপরে উল্লেখিত ৫২ শতাংশ ভুমি লইয়া বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রহিয়াছে। সি এস জোতের মালিক সন্ধু মন্ডল। সিএস মালিক ঘিনা মন্ডল, ঘিনা মন্ডলের ছেলে জমির মন্ডল, জমির মন্ডলের ছেলে ময়েনউদ্দিন মন্ডল, ময়েনউদ্দিন মন্ডল মারা যাওয়ার পর তার দুই ছেলে আব্দুল মজিদ (খোকা) ও ফজলুল হক মন্ডল। ফজলুল হক মন্ডল মৃত্যু বরন করিলে আব্দুল মজিদ খোকা একাই উত্তরাধিকার সূত্রে উক্ত জমির মালিক হন। উপরোক্ত ৫২ শতাংশ জমি গত ০২ অক্টোবর/২৩ পর্যন্ত মৃত আব্দুল মজিদ (খোকা) এর ছেলে কালাম ও বাবুল গংদের দখলে ছিল। আলাউদ্দিন ও বারিক গংদের এর নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় আরো কতিপয় ভূমি দূস্যুদের নিয়ে গাছ কেটে কাকড়াগাড়ী দিয়ে মাটি ভরাট করে ভূমি দখল করে বাড়ী নির্মাণের জন্য পায়তারা করিতেছে। এমতাবস্থায় উপরে উল্লেখিত ৫২ শতাংশ জমি ভূমি দূস্যুদের কবল থেকে উদ্ধারের জন্য বিজ্ঞ আদালত ও প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।