মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে প্যানেল চেয়ারম্যানসহ নাশকতা মামলায় দুই জন কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার রাত আনুমানিক ১০ টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চর নগর এলাকার নিজ বাড়ী থেকে চরপাকেরদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন(৪৮) কে আটক করে পুলিশ। সে ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সহ সভাপতি পদে ছিলেন। শাহিন শাহ’র দায়েরকৃত নাশকতা মামলায় আটক করা হয় তাকে।
ডিবি পুলিশের অভিযানে আদারভিটা ইউনিয়নের পলিশা থেকে আমিনুল ইসলাম(৪৯) নামে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ঋন ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক কে আটক করে। মিজানুর রহমান এর দায়েরকৃত নাশকতা মামলায় আমিনুল ইসলাম কে আটক করে পুলিশ। সোমবার বেলা ১১ টায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায় পুলিশ। আটক কে কেন্দ্র করে সকাল ১০ টা থেকে প্রায় আধা ঘণ্টা প্যানেল চেয়ারম্যান কে মুক্তির জন্য এলাকার অর্ধ শতাধিক স্থানীয় জনগন থানা গেটের সামনে অবস্থান নেয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান নাশকতা মামলায় আটক দুই জনকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

