মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শাখার ফার্মাসিটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র কমিটি গঠিত হয়েছে। আগামী ২ বছরের জন্য সোলায়মান আলী খাঁন রাসেল (এম,এস,টি ফার্মা) কে সভাপতি এবং নূর এ আলম(নিপ্রো, জে,এম,আই) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয় । রোববার দুপুরে উপজেলা আল সিনা ডায়াগনস্টিক সেন্টার এ মাদারগঞ্জ ফারিয়া’র এ কমিটি গঠিত হয়। সেই সাথে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল কে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ এর অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, বালিজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মির্জা গোলাম মওলা সোহেল, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, মাদারগঞ্জ বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সভাপতি ডাঃ আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ ফারিয়া’র সাবেক সভাপতি নূর মোহাম্মদ আমানউল্লাহ আমান, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ,কে,এম হযরত আলী হিলারি, মাদারগঞ্জ ইউনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সালেকুজ্জামান সোহাগ, মাদারগঞ্জ উপজেলা ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার পাল পাচু, মাদারগঞ্জ ফারিয়া’র সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম ও কামরুল হাসান। মাদারগঞ্জ ফারিয়া’র সাবেক সহ সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারিয়া জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম আলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফারিয়া জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় মাদারগঞ্জ ফারিয়া’র সদস্য ফয়জুল বারী পলাশ। মাদারগঞ্জ ফারিয়া’র নব গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম শাহীন ও কবির আহমেদ, আবু আইয়ুব, সহ সভাপতি মীর আরিফ ও কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু,রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক আলমগীর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মমিনুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবেল মিয়া,আইন বিষয়ক সম্পাদক মিরাজ মিয়া, সদস্য ফয়জুল বারী ও আশরাফুল ইসলাম বাদল। আগামী ২ বছর সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।