মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালিটি পহেলা সেপ্টেম্বর বিকাল ৫ টায় বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি বিএনপির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মান্নান চেয়ারম্যান, সহ-সভাপতি মজিবর রহমান, মাসুদ খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোস্তাক খান, সাংগঠনিক সম্পাদক শাহ মজনু ফকির, হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির আব্দুল গফুরসহ প্রমুখ। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা নেত্রীবৃন্দ, উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীবৃন্দ।