মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ভূয়া মানববন্ধনের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং চরপাকেরদহ ইউনিয়ন শাখা আয়োজিত তেঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী শামীম কে গ্রেফতার, চাঁদাবাজ শফিউল ইসলাম স্বপনের বহিস্কার ও অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দালাল বিপ্লব তরফদারের বহিস্কারের দাবী তে এবং রোববারে থানামোড়ে ভূয়া মানববন্ধনের প্রতিবাদে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ মজনু মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তেঘরিয়া বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু মিয়া। তিনি বলেন ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী শামীম কে গ্রেফতার, চাঁদাবাজ শফিউল ইসলাম স্বপনের বহিস্কার ও অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দালাল বিপ্লব তরফদারের বহিস্কারের জোর দাবী জানাই। ঐ মুহুর্তে সকলেই হাত তুলে সমর্থন করেন।
পরে সকলেই ইফতার মাহফিলে অংশ নেয়। এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।