মোঃ কামাল উদ্দিন মাদারগন্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে মাদক ও নাশকতার মামলায় ৯ জন কে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ পৌর এলাকার বাণিকুঞ্জ থেকে ৮ জন এবং নাশকতা মামলায় ১ জন সহ মোট ৯ জন কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
আটকৃতরা হলেন বালিজুড়ী নামাপাড়ার রইছ উদ্দিনের ছেলে সজিব হাসান(২১), বাণিকুঞ্জ এলাকার মৃত রুকুনুজ্জামানের ছেলে মাহিবিন জ্জামান দ্রুব (২১), বালিজুড়ী মাঠপাড়ার তোতাহার আকন্দের ছেলে জাহিদ হাসান (২২), বালিজুড়ী ফটিয়ামারী ওমর আলীর ছেলে আবু সাঈদ আকাশ (২২), তেঘরিয়া মনো আকন্দের ছেলে আসাদুল্লাহ (২৪), খোর্দ্দ জোনাইলের আবুল কালামের ছেলে সুমন মিয়া (১৯), ফটিয়ামারী আলম শেখ এর ছেলে রমজান আলী(১৯), লিয়াকত আলীর ছেলে রাজিব হাসান (২০)।
পুলিশবাদী মামলায় মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা ওয়ারেছ। সে বাণিকুঞ্জ এলাকার মির্জা তারিকুল ইসলামের ছেলে। আটককৃতদের শনিবার বিকালে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।