মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
বাঙালি জাতির এক কালো অধ্যায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীদের নেতৃত্বে সু পরিকল্পিতভাবে এসব বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী । দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বেলা ১১ টায় উপজেলা খরকা খরকা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, মডেল থানার ওসি মাহমুুদুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি ও ফরিদুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এ সময় এসিল্যান্ড আমেনা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহমুদ আব্দুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ১৯৭১ সালের এইদিনে বুদ্ধিজীবীদের হত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার আলবদর এর দোসরদের ধিক্কার জানান এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্নার মাগফিরাত কামনা করেন।