মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেল এএসপি সাইদুর রহমান সাঈদ, প্রাণী সম্পদ অফিসার রিজভী আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।