ঢাকাThursday , 22 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ৩ ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির মহাউৎসব হুমকির মুখে কৃষি জমি ও ফসল উৎপাদন।

দেশ চ্যানেল
January 22, 2026 8:49 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ৩ ফসলি কৃষি জমি থেকে অবাধে মাটি কেটে ইটভাটায় সরবরাহ ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার কৃষি জমি ও ফসল উৎপাদন। এক শ্রেণির প্রভাবশালী চক্র প্রশাসনের নজরদারি উপেক্ষা করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে টপ সয়েল কেটে দেদারসে মাটি বিক্রি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ক্ষুদ্র জোনাইল মৌজায় ভেকু লাগিয়ে ৩ ফসলি জমি থেকে মাটি কেটে তা সোহাগ ব্রিকস নামের একটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে আশপাশের কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, ফসলি জমি থেকে মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ঝুঁকির মধ্যে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,আমাদের জমিতে পানি দিলে কেটে নেওয়া জায়গা দিয়ে পানি নেমে যায়। ফলে জমিতে সেচ দেওয়া ও চাষাবাদ করা কঠিন হয়ে পড়ছে। বাধ্য হয়ে অনেকেই নিজেদের জমির মাটিও বিক্রি করতে হচ্ছে। এভাবে কমে যাচ্ছে ৩ ফসলি জমি ও কৃষি পণ্যের উৎপাদন।”

এ বিষয়ে ইটভাটা কর্তৃপক্ষের প্রতিনিধি রনু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান,ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় দেওয়া ও বিক্রির বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তারা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে এলাকায় কৃষি জমির পরিমাণ কমে গিয়ে দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST