মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর বদলী জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল এএসপি বাবু স্বজল কুমার সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দৌলত জামান দুলাল,বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা রিজভী আহম্মেদ, কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম তরফদার ও আলহাজ্ব মোঃ নওজেস আলী, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি ও ইমামুর রশিদ বাবুল বিএসসি, ইউপি সচিব তোজাম্মেল হক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারগঞ্জে কর্মজীবনে সকলের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। নতুন কর্মস্থল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা।