মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টা থেকে সাইটে ব্রীজ হয়ে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে বার্ষিক বনভোজন এর গাড়ী ধানুয়া কামালপুর ১১ নং সেক্টর,স্থল বন্দর, লাউচাপড়া এবং গজনী অবকাশ এর বৈচিত্র্যময় অপরুপ দৃশ্য ঘুরে দেখা হয়। বৈষ্নবপাড়া জামে মসজিদ জুম্মার নামাজ আদায় করা হয়। গজনী অবকাশে মধ্যাহৃভোজ শেষে বিভিন্ন পয়েন্টে বিনোদন নেওয়া হয়। সন্ধার পূর্বেই পিকনিক স্পট থেকে জামালপুর টু মাদারগঞ্জের উদ্দেশ্যে বাড়ী ফেরা হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (আজকালের খবর), সহ সভাপতি আবদুল আজিজ জামালী ( দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক মোঃ রফিকুল বারী (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (দেশ চ্যানেল ), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (ঢাকার ডাক), সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (মুক্তকাল), অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা(প্রভাতী বাংলাদেশ), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত(দিগন্ত টেলিভিশন), প্রচার সম্পাদক আলমগীর হোসাইন(জেএ টিভি) , সদস্য ইউসুফ আলী (স্বাধীন কাগজ), শাহিন আলম মিলন (দেশ সেবা), মুহাম্মদ তোফায়েল হোসেন মুকুল (আজকের বাংলা) , সুজন আহমেদ (ঢাকা প্রতিদিন) উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে রোববার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

