মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ দুই মাস আমেরিকা থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে মোটরসাইকেল শো- ডাউনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু।
শনিবার বেলা ১২ টায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু কে জামালপুর থেকে বরণ করে নেন দলীয় হাজারো নেতাকর্মী ও কর্মী সমর্থকরা।
মোটরসাইকেল শো- ডাউন টি জামালপুর বিজয় চত্বর থেকে মেলান্দহ হয়ে হাজড়াবাড়ী ভায়া জটিয়ারপাড়া মোড়,মিলন বাজার, মিয়া বাজার, থানামোড়,বালিজুড়ী বাজার,গাবেরগ্রাম বাজার, উপজেলা হাওয়ায় রোড়, জোনাইল বাজার হয়ে মোসলেমাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয় এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমি ছাত্রদল,যুবদল করেছি। বিএনপি করতেছি। মেলান্দহ- মাদারগঞ্জে গত ৪৫ বছর যাবৎ বিএনপি করি। আপনারা সকলেই সকলকেই চেনেন প্রত্যেকেই নির্যাতিত ও নিপীড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। ফ্যাসিষ্ট সরকারের পলায়নের পরে মানুষ তাকিয়ে আছে নির্বাচনের জন্য। আমি আহবান জানাবো প্রধান উপদেষ্টা কে আপনি অনতিবিলম্বে রোড়ম্যাপ অনুযায়ী নির্বাচন দিবেন।

