ঢাকাSunday , 19 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮দিনে ৪৫ ডেঙ্গু রোগী ভর্তি।

দেশ চ্যানেল
October 19, 2025 10:29 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অসচেতনতার কারণে বাড়ছে ডেঙ্গু রোগী  ১৮ দিনে ভর্তি ৪৫ জন।

সরেজমিনে গিয়ে দেখা যায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত কয়েকজন ডেঙ্গু রোগী মশারী ব্যবহার ছাড়াই বিছানায় শুয়ে আছে।  উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের মধ্যে বর্তমানে ডেঙ্গু রোগে ভর্তি রয়েছে ৫ জন।  পহেলা অক্টোবর থেকে ১৮ অক্টোবর/২৫ ইং তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগে ভর্তির সংখ্যা ৪৫ জন।  ইতিমধ্যে গত ৬ অক্টোবর ১ জন ডেঙ্গু রোগীকে মাদারগঞ্জ থেকে  জামালপুরে রেফার্ড করে এবং  ৩৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। ভর্তিরত রোগী নূর মোহাম্মদ সহ কয়েকজন জানান ভর্তি হওয়ার পরদিন থেকে অবস্থার উন্নতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্স কনিকা আক্তার জানান ডেঙ্গু রোগীদের মশারী ব্যবহারের কথা বললেও তারা মশারী ব্যবহার করে  না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইনচার্জ নুরানী বেগম জানান শনিবার বিকাল পর্যন্ত ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।  বর্তমানে চিকিৎসাধীন আছে ৫ জন,  ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরবে আশা করছি।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান অক্টোবর ১ তারিখ থেকে এ পর্যন্ত প্রায় ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। পর্যাপ্ত ঔষধ সাপ্লাই আছে।  আমরা সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দিচ্ছি এবং এসব রোগীরা পর্যায়ক্রমে সুস্থ হয়ে বাসায় ফিরছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST