মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর আয়োজনে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক। প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা শাহ জাহান সিরাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাহিদ রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, মাদারগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র শওকত আলী, মাদারগঞ্জ এম এন মাহমুদা মনসুর সর্বসেবা পৌর প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি মোকছেদুর রহমান বেলাল, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর অর্থ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ জুরসেব, শ্রম বিষয়ক সম্পাদক রবিন চৌধুরী প্রমূখ। এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টাবৃন্দসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১৯ সাল প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানতায় মাদারগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় এগিয়ে যাচ্ছে প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। সকল প্রবাসীদের সু স্বাস্থ্য ও দীর্ঘ হায়াত এর জন্য দোয়া কামনা করেছেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর নেতৃবৃন্দ।