মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে দ্রব্যমূলের দাম পরিদর্শনে করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা। এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও পণ্যের মূল্যে তালিকা না টাঙানোর অপরাধে দুইজন ব্যবসায়ীকে ( প্রদীপ স্টোর ও ঊষা ভান্ডার) ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কালিবাড়ী বাজার পরিদর্শন করা হয়। এসময় নির্ধারিত পণ্যের মূল্যের চেয়ে অধিক দাম বৃদ্ধি ও পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ২০০৯(৩৮) ধারায় দুইজন ব্যবসায়ীকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
পরিদর্শনে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনশীল রাখা এবং ক্রেতাদের সুবির্ধাতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।