মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার জনকল্যাণ সচিব রাসেল ইসলাম জীবন,শিবচরের চ্যানেল এস টিভি’র রিপোর্টার নাজমুল হোসাইন এর উপর সন্ত্রাসী হামলা ও ডাসারে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ ও সৈয়দ রাকিবুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন সাংবাদিকদের কলম চলবে সৎ ও ন্যায়ের পক্ষে সেই ন্যায়ের পক্ষে লিখতে গিয়ে যদি আমাদের হামলা মামলার শিকার হতে হয় তাহলে আমরা সত্যিটা কিভাবে দেশের মানুষের সামনে তুলে ধরব? কিছু দিন আগে আমাদের ডাসার উপজেলায় প্রভাবশালীরা ক্ষমতার বলে সরকারি জায়গায় ভবন নির্মাণ করেছে সাংবাদিকরা তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে তারই জের ধরে ওই প্রভাবশালীরা ডাসারের আমাদের দুই সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচারে সংবাদ সম্মেলন করে তাদের মামলার হুমকি দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠন এর সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বেলাল রিজভী,জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি ফায়েজুল শরীফ, সিনিয়র সহ-সভাপতি লিটন ফকির,সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন,প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নয়ন,মাই টিভি কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস’ টিভি, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার প্রেসক্লাবের সভাপতি ও কালবেলা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃশাহরিয়ার তুহিন,সাংবাদিক মহসিন তালুকদার,শাহাদাত আকন,আতিক হাসান, সোহেল তালুকদার,আবির হাসান পারভেজসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।