মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে নৌকার কর্মীদের মারধোরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী শারমিন জাহান হেলেনা।
তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনের সহধর্মিণী।
আজ বিকেলে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থীর সমর্থক এ্যাড. সারমিন জাহান অভিযোগ করে বলেন, আমার স্বামী লোকমান সরদার উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা আ.লীগ পরিবারের সন্তান। নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপের পক্ষে কাজ করে বলে ঈগল মার্কার সমর্থকরা আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১১ টার দিকে তাদের সমর্থকরা আমার বাড়িতে ঢুকে আমাদের মারধর করেছে। যার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।