ঢাকাTuesday , 28 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মাদারীপুরের কালকিনিতে বাস কাউন্টারে টিকিট কাটতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পোশাক শ্রমিকসহ আহত-৩

    দেশ চ্যানেল
    November 28, 2023 11:32 am
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনি একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পোশাক শ্রমিকসহ ৩ জন যাত্রী আহত হয়েছে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার ভুরঘাটা বাস স্টান্ডের যমুনা লাইন পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
    ভুক্তভোগী ও হাসপাতাল সুত্রে জানাগেছে, পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের পোশাক শ্রমিক শহিদুল তালুকদা, ইমন সরদার ও জিহাদ তালুকদার ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে টিকিট কাটতে যায়। এ সময় তাদেরকে ভালো মানের বাসের টিকিট না দিয়ে নিন্মমানের বাসের টিকিটের কথা বলে কাউন্টার কর্তৃপক্ষ। এ নিয়ে ওই বাস যাত্রীর সঙ্গে কাউন্টার কর্তৃপক্ষের তর্কবিতর্ক হয়। এক পর্যায় ওই কাউন্টারে বসে হঠাৎ করে বাস যাত্রী তিনজনক পেছন থেকে বেদম মারধর শুরু করে দুর্বৃত্তরা। এতে আহত হন পোশাক শ্রমিক শহিদুল তালুকদা(৩২), ইমন সরদার ও জিহাদ তালুকদার। পরে তাদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
    আহত শহিদুল তালুকদার বলেন, আমাদেরকে বিনা অপরাধে মারধর করেছে যমুনা লাইন কাউন্টারের লোকজন। আমরা কালকিনি থানায় মামলা করবো।
    তবে এ বিষয় জানতে চাইলে কাউন্টার কর্তৃপক্ষ এড়িয়ে যান।
    এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST