মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার কাঠালতলা উত্তর ডাসার বাজারে এলজিইডির রাস্তার পার্শ্বে ইসলামী ব্যাংক ও মার্কেটের সামনে টলঘর নির্মানের চেষ্টা করে ইসলামী ব্যাংক ও মার্কেটের পরিবেশ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে মাদারীপুর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দরখাস্ত করেন ব্যাংক ও মার্কেট কতৃপক্ষ।
দরখাস্ত ও ব্যাংক,মার্কেট কতৃপক্ষ সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার ভুরঘাটা-শশিকর পাকা সড়কের(এলজিইডি)ও সিকদার মার্কেটের ব্যাক্তি মালিকের সম্পত্তি। সেখানে সামাজিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সহ বড়ধরনে ব্যবসায়ী মার্কেট রয়েছে। সড়ক এবং ব্যাংক ও মার্কেটের মাঝখানে আনুমানিক ১২ থেকে ১৫ ফিট জায়গা রয়েছে। ব্যাংকে ও উক্ত মার্কেটে আগত লোকজন গাড়ি পার্কিন করে তাদের দরকারী কাজ সম্পন্ন করেন। দরখাস্ত কারী ব্যাংক ও মার্কেট কতৃপক্ষ বলেন,ওই জায়গা সংলগ্ন ৩৩ নং ধামুসা মৌজায় সরকারি খাস খতিয়ানে জায়গা রয়েছে,সেখানে বাজারের জন্য বড় ধরনের একটি টলঘর নির্মান করা গেলেও ইসলামী ব্যাংক ও মার্কেটের সামনে প্রতিহিংসায় টলঘর নির্মানের চেষ্টা করেন বাজার কমিটি। উক্ত টলঘর নির্মানে ইসলামী ব্যাংক ও সিকদার মার্কেটের পরিবেশ যাহাতে নষ্ট না হয় এবং পাশে থাকা সরকারি খাস জমিতে টলঘরটি নির্মানের জন্য মাদারীপুর জেলা প্রশাসক,জেলা প্রকৌশলী এলইিডি ও ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত করেন ব্যাংক কর্মকর্তা আবু ইউসুফ ও সিকদার মার্কেটের মালিক সোবাহান ও নুরুজ্জামান তালুদার।