মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে সরকারি খালের পানি নিষ্কাশনের জায়গা অবৈধভাবে ভরাট করে ব্যাক্তিগত রাস্তা নির্মাণ করায়, অভিযান পরিচালনা করলেন উপজেলা প্রশাসন।
আজ শনিবার(১৭ মে) কাজী বাঁকাই ইউনিয়নের মাইজপাড়া গোমড় খালে এ অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।
জানাযায়,মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নে মাইজপাড়া গোমড় খালটি অবৈধভাবে ভরাট করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করেন এলাকার একাধিক প্রভাবশালী মহল।
দীর্ঘদিন ধরে পানির প্রবাহ বন্ধ থাকায় ব্যহত হয় কৃষি সেচ ব্যবস্থা।খালের পানির প্রবাহ সচল রাখতে খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রশাসন। এসময় প্রবাহমান খালের মধ্যে দেয়া বাধ এস্কেভেটর (ভেকু) দিয়ে খালের মধ্যে থাকা বাঁধের মাটি কেটে অপসারণ করে খাল দখলমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাসার থানা ও আনসার সদস্য বৃন্দ।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, সরকারি খালের জায়গা ভরাট করে বেশ কিছু জায়গায় অবৈধভাবে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহ যাতে ঠিক থাকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক,তাদের নোটিশ দেওয়া হলেও তারা পানির প্রবাহ সচল রাখেননি।খালের পানির প্রবাহ সচল রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সামনে আরও এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।