ঢাকাSaturday , 17 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে খালের বাঁধ অপসারণ করলো উপজেলা প্রশাসন।

দেশ চ্যানেল
May 17, 2025 12:17 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে সরকারি খালের পানি নিষ্কাশনের জায়গা অবৈধভাবে ভরাট করে ব্যাক্তিগত রাস্তা নির্মাণ করায়, অভিযান পরিচালনা করলেন উপজেলা প্রশাসন।

আজ শনিবার(১৭ মে) কাজী বাঁকাই ইউনিয়নের মাইজপাড়া গোমড় খালে এ অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।

জানাযায়,মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নে মাইজপাড়া গোমড় খালটি অবৈধভাবে ভরাট করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করেন এলাকার একাধিক প্রভাবশালী মহল।

দীর্ঘদিন ধরে পানির প্রবাহ বন্ধ থাকায় ব্যহত হয় কৃষি সেচ ব্যবস্থা।খালের পানির প্রবাহ সচল রাখতে খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রশাসন। এসময় প্রবাহমান খালের মধ্যে দেয়া বাধ এস্কেভেটর (ভেকু) দিয়ে খালের মধ্যে থাকা বাঁধের মাটি কেটে অপসারণ করে খাল দখলমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাসার থানা ও আনসার সদস্য বৃন্দ।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, সরকারি খালের জায়গা ভরাট করে বেশ কিছু জায়গায় অবৈধভাবে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহ যাতে ঠিক থাকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক,তাদের নোটিশ দেওয়া হলেও তারা পানির প্রবাহ সচল রাখেননি।খালের পানির প্রবাহ সচল রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সামনে আরও এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST