মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরের ডাসারে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসান্স এর সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি ও আলোচনা সভা।
বুধবার সকালে র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল খায়ের, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসান্স এর পরিচালক জন লিটন বৈরাগী, ডাসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ প্রমুখ।