মোঃ আতিকুর রহমান আজাদ,
মাদারীপুর প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি! এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ডাসারে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষায়ক কুইজ প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রঙ্গন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৩ টি কলেজ ও ৯ টি উচ্চ বিদ্যালয় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তি সাজিয়ে স্টল তৈরি করে মেলাটি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন। মেলার সকল স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন নিবার্হী কর্মকর্তা।
পরে প্রতিযোগীতায় অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিজয় ঘোষনা করে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ আফরোজ,উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।