মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে দোয়া মাহফিল এর মধ্যে দিয়ে মাদারীপুর-বরিশাল সিমান্ত এলাকার বেবাইজা ঘাট নামক স্থানের সংযোগ ব্রীজের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
আজ সকালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, ব্রীজটি অনুমোদন হয়ে এবং নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর কাঙ্খিত প্রাণের দাবির প্রতিফলন হয়েছে। এ ব্রীজ নির্মাণ হলে মাদারীপুর ও বরিশাল সিদ্ধান্ত এলাকার হাজার মানুষের ভোগান্তির অবসান সহ সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজ, ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের পথ সুগম হয়েছে।
ব্রীজটির দুই প্রান্তের ৪০০ মিটার এ্যাফরোজ সহ ব্রীজ নির্মাণে ব্যায় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন (এলজিইডি)ডাসার উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মামুন অর-রশিদ, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই সিকদার, আ.লীগ নেতা সৈয়দ কামরুজ্জামান বাবু,
ডাসার উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মীর রুহুল আমিন সুজন,সাধারণ সম্পাদক কালু মোল্লা,সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি সাইফুল ইসলাম,মাদারীপুর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সৈয়দ বিপ্লব,ডাসার ইউনিয়ন পরিষদে সদস্য গন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।