মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের পূর্ব শত্রুতার জেরে লিমন বাড়ৈর উপর হামলা করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার মা-বাবা সহ ৪/৫ জনকেও পিটিয়ে আহত করেন।
এঘটনায় ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলার আড়ুয়কান্দি গ্রামের নিখিল বাড়ৈর ছেলে লিমন বাড়ৈ(২৮) গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে নিজ জমি দেখতে গেলে পূর্ব শত্রুতার জেরে একই বাড়ির
অনিল বাড়ৈ(৬৫) এর ছেলে বাবুল বাড়ৈ (২৬) ও অনিমেশ বাড়ৈ (২৮)এবং নপুর বাড়ৈ(১৮) বেলকা (৫০)সহ ৫,৬ জন মিলে লিমন বাড়ৈকে পিটিয়ে আহত করেন। এসময় তার আত্ম চিৎকার শুনে লিমনের মা-বাবা সহ আরও ৪/৫ তাকে উদ্ধার করতে গেলে তাদের উপরও হামলা করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এঘটনায় লিমন বাড়ৈ বাদী হয়ে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ডাসার থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে, দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।