ঢাকাFriday , 22 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের রামেশ্বর গ্রামে পূজামন্ডপ পরিদর্শনে আওয়ামীলীগ নেতৃবৃন্দ

দেশ চ্যানেল
September 22, 2023 5:08 pm
Link Copied!

সাব্বির আকাশঃ

মাধবপুরে পূজামন্ডপে হামলার ঘটনার বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর নেতৃত্বে জেলা ও মাধবপুর উপজেলার আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ শুক্রবার বিকালে রামেশ্বর গ্রামের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন । এ সময় মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান , আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায় , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর শাখার সভাপতি হরিশ চন্দ্র দেব , সম্পাদক নারায়ন কর্মকার , নোয়াপাড়া আওয়ামীলীগ সভাপতি কামাল হোসেন জিতু , বুল্লা ইউনিয়ন সভাপতি ধলাই মিয়া ,ছাতিয়াইন আওয়ামীলীগ সভাপতি আবিদ মিয়া ,উপজেলা যুবলীগের সহ সভাপতি আবতাব উদ্দিন,ছাতিয়াইন সভাপতি আব্দুল সালাম ,আবু ছালেক, মেহেদী হাসান কুতুব আওয়ামীলীগ, যুবলীগ ,ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে অতিন্দ্র মল্লিকের বাড়ীতে বিশ্বকর্মা পূজাতে রাত ১০ টায় যখন গ্রামের নারীরা আরতী দিয়ে নৃত্য করছে তখন ইসলাম ধর্মবলম্বী কিছু যুবক এসে নারীদের সাথে নৃত্য শুরু করে এ নিয়ে বাক বিতন্ডা শুরু হলে এক পর্যায়ে লাটি সোটা নিয়ে তারা পূজারীদের উপর হামলা চালায় মূর্তি এবং প্যান্ডেল ভাংচুর করে । এ ঘটনায় রামেশ্বর গ্রামের রামপ্রসাদ সরকার (৩৪), সুজন সরকার (২১), শ্যামল সরকার(২৭) অঞ্জন সরকার(২২), গৌতম দাস(২১) নিবেশ সূত্রধর (৪৫), গোবিন্দ সরকার(২৭) পরিমল সরকার(৩০) হীরেন্দ্র সরকার(৩২), শ্যামল (৪৫) অয়ন ৭) বিকাশী মল্লিক(২১)সহ ১৫ জন আহত হয় । আহতদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । রাতেই উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান , ওসি রকিবুল ইসলাম খান ঘটনাস্থল পৌছে পরিস্থতি শান্ত করেন । বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক , দেবী চন্দ ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় এক সভায় তারা সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া কথা বলেন । বুধবার বিকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয় এতে জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এসএম মুরাদ আলী উপজেলা চেয়ারম্যান এস এম শাহজাহান , সরকারী কর্মকর্তা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । পুলিশ রাতেই ওই গ্রামের সফিক মিয়া(৫০) ইকবাল মিয়া ,মধু মিয়া ,হাফিজ মিয়া ,সামেদ মিয়া ,মোস্তফা মিয়া ও সিদ্দিক আলীকে আটক করেন । তাদেরকে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে । মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন মামলার পলাতক আসামীদেরকে গ্রেফতার করথে পুলিশের অভিযান অব্যাহত আছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST