সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি ((মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ))পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১জন পরীক্ষার্থী।
উল্লেখ্য ২০২৪ এর চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি )থেকে। সারা দেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২ হাজার ৯শত ৯৮ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।এর মধ্যে এসএসসি ২৫৯৭জন ও মাদ্রাসা শিক্ষার্থী ২০৬ জন, এবং ভোকেশনাল শিক্ষার্থী ১০৩ জন।
৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এন্ড কলেজ সহ ২৭ টি, মাদ্রাসা ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭টি ভেন্যুতে এসএসসি ৪টি, মাদ্রাসা ১টি ও ভোকেশনাল ২টি ভেন্যুতে এবার পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।