সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি ((মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ))পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১জন পরীক্ষার্থী।
উল্লেখ্য ২০২৪ এর চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি )থেকে। সারা দেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২ হাজার ৯শত ৯৮ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।এর মধ্যে এসএসসি ২৫৯৭জন ও মাদ্রাসা শিক্ষার্থী ২০৬ জন, এবং ভোকেশনাল শিক্ষার্থী ১০৩ জন।
৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এন্ড কলেজ সহ ২৭ টি, মাদ্রাসা ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭টি ভেন্যুতে এসএসসি ৪টি, মাদ্রাসা ১টি ও ভোকেশনাল ২টি ভেন্যুতে এবার পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।