ঢাকাSaturday , 8 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে এস.এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

দেশ চ্যানেল
February 8, 2025 11:32 am
Link Copied!

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে এস. এম. ফয়সল মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকালে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ও অধ্যাপক ড. মোঃ আল-আমীন,, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম হুমায়ুন, সায়হাম কটন ও ডেনিম মিলস্ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিট মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাসেম, অধ্যক্ষ মোঃ জাহির হোসেন, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সুপার আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের এজিএম ক্যাপ্টেন অবঃ লিয়াকত হাসান। উপজেলার ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭৭ জন মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST