সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে এস এম ফয়সাল মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ইঞ্জিনিয়ার সৈয়দ এ বি এম হুমায়ুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএম ফয়সল।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ,উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ,ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক ,সৈয়দ সাফকাত,মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক ,শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ,কাজিরচক নেছারিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ারুল হক মির্জা,শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী ,মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ রায়,জগদীশপুর যুগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজগর আলী, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে ফাতেমা ,স্বাগত বক্তব্য প্রদান করেন উপ মহা ব্যবস্থাপক ক্যাপ্টেন লিয়াকত হোসেন প্রমুখ।
মাধবপুর উপজেলার এসএসসি ও এইচএসসি/২০২২ এর ৩৩১ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,সার্টিফিকেট এবং ৭হাজার টাকা বিতরণ করা হয়।