সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে গলায় রশি দিয়ে এক যুবতীর আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জগদীশপুর চা-বাগানে।
জানাযায়-বৃহস্পতিবার (২৯শে আগষ্ট) জগদীশপুর চা- বাগানের মনু মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (১৭) নিজ ঘরের তীরের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বেলা ১ঘটিকায় সময় পরিবারের লোকজন তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের হিসাবে আত্মহত্যা করেছেন।