সাব্বির আকাশ, জেলা প্রতিনিধি হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা কনফারেন্স রুমে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।
সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী’র সঞ্চালনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম পিপিএম,কৃষি কর্মকর্তা সজিব সরকার,শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়,আব্দুল মালেক মধু,যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,সাংবাদিক আয়ুব খান,মুক্তিযোদ্ধা সন্তান উসমান প্রমুখ।
উল্লেখ্য ভয়াল ২৫ মার্চ, বাঙালির ইতিহাসের কালরাত। জাতীয় গণহত্যা দিবস। অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচার মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী।
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালিত করেন তা নাম অপারেশন সার্চ লাইট।