সাব্বির আকাশঃ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ ঘটিকায় আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌর কমিটির উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান।
যার যার অবস্থান থেকে নৌকার পক্ষে সমর্থন আদায়ের নির্দেশ প্রদান করেন তিনি।
পৌর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি আলমগীর হোসেন টিপু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ফজলে আলী, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম।
প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন চৌধুরী ,মুছা মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আহবায়ক একরামুল আলম,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হৃদয় পাঠান উজ্জ্বল ,পৌর আহবায়ক জামাল উদ্দিন ,ওয়ার্ড কমিটির শাহ মোঃ খোকন,ইব্রাহিম মিয়া,মাছুম মিয়া,শাহ মোঃ সিরাজ,শংকর রায়,সঞ্জয় চক্রবর্তী ,কাপ্তান মিয়া,বিমল ঋষি, বেনু রায় প্রমুখ।