সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশের একটি দল।
মাধবপুর পৌরসভার ডিলার ম্যানেজার জুয়েল মিয়ার অভিযোগ সূত্রে জানা যায় ,বুধবার ২৩ আগষ্ট বিকাল ৩টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের গ্যাস ফিল্ড এলাকায় আকিজ কোম্পানির নকল ব্যান্ডরোলযুক্ত করে বিড়ি বিক্রি করছে দুই ব্যাক্তি। আকিজ কোম্পানির এরিয়া ম্যানেজার অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।
নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ব্যক্তিরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগিচড় গ্রামের ছলিম মিয়ার পুত্র রায়হান (৩২) এবং ফারাকপুর গ্রামের সাবাজ মন্ডলের ছেলে সাগর (৩৩)।
আটককৃতদের সাথে ১৬ হাজার শলাকা আকিজ বিড়ি পাওয়া গেছে। যার বাজার ১২ হাজার ৮শ টাকা।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, দীর্ঘদিন ধরে চক্রটি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় করে করে যাচ্ছে। এ চক্রের সাথে কারা কারা জড়িত আমরা খুজে বের করব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রায়হান ও সাগর দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মাধবপুর থানায় মামলা করা হয়েছে।