সাব্বির আকাশ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে প্রেসক্লাবে সাথে মাধবপুর থানা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল পাঁচটায় উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান মাঠে অনুষ্ঠিত খেলায় মাধবপুর প্রেসক্লাব একাদশ কে ২-৩ গোলে পরাজিত করে মাধবপুর থানা একাদশ বিজয়ী হয়েছে।
উভয় দলের ছন্দময় ফুটবল খেলায় নব্বই মিনিটের পুরো সময় টানটান উত্তেজনা সৃষ্টি করে দর্শকের মনে। তুমুল প্রতিদ্বন্ধিতা মুলক খেলার প্রথমার্ধে থানা একাদশের কাউছার ও সন্তোষের গোলে ২-০ তে প্রেসক্লাব পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে প্রেসক্লাব একাদশের খেলোয়াড় সাংবাদিক খায়ের ও লেবুর বারবার আক্রমণে ছন্দপতন ঘটে থানা একাদশের। এসময় লেবু ও খায়েরের সাহায্যে সাংবাদিক রনি ও সুব্রত’র পরপর দুই গোলে ২-২ সমতায় ফেরান প্রেসক্লাবকে। তখন দর্শকদের মাঝে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে। খেলার ঠিক শেষ সময়ে এসে থানা একাদশের মিড ফিল্ডার ওসি আব্দুর রাজ্জাক প্রেসক্লাব একাদশের ডিফেন্ডার সভাপতি অলিদ মিয়াকে পরাস্ত করে তার পা থেকে বাড়ানো বলে ওসি তদন্ত আতিকুল ইসলাম গোলরক্ষক সেক্রেটারি সাব্বির হাসান ফাঁকি দিয়ে তৃতীয় গোলটি করে থানা একাদশের জয় নিশ্চিত করেন।ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন সুদিপ পাল বাঁধন। সুমধুর কন্ঠে ধারাভাষ্য করেন সাংবাদিক কাওছার আহমেদ।
পরে বিজয়ী দলের অধিনায়ক ওসি আব্দুর রাজ্জাক ও রানার্সআপ দলের অধিনায়ক মোহাম্মদ অলিদ মিয়ার হাতে ট্রফি তুলে দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের স্ত্রী বিশিষ্ট রন্ধন শিল্পী নিপা রাজ্জাক।