ঢাকাWednesday , 14 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
January 14, 2026 4:20 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, মাধবপুর-এর যৌথ আয়োজনে মঙ্গলবার(১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতা)-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব এস. এম. জাকির হোসেন।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা, গুজব প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST