সাব্বির আকাশঃ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জেন মাধবপুরে বালু উত্তোলনের দায়ে দুই ব্যাক্তিকে কারাদণ্ড ও এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ধারা মোতাবেক এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যাক্তিকে কারাদণ্ড ও এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বাঘাসুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা।
বিনা অনুমতিতে বালু উত্তোলনের করায় কালিকাপুর গ্রামের শিবলু মিয়া ও আশুগঞ্জের হৃদয় মিয়াকে ৫দিন করে কারাদণ্ড এবং কল্টু মিয়াকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এবং মোঃ রাহাত বিন কুতুব।
এ সময় মাধবপুর থানার পুলিশের একটি দল সাথে ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।