সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ্র বিভিন্ন শ্রেণির মানুষের সাথে মত বিনিময় করেন।
বুধবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেবী চন্দ্র।
মাধবপুরের উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন পাশাপাশি উপজেলা কৃষি নিয়ে তিনি বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান,মেয়র হাবিবুর রহমান মানিক ,সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী ,উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ,ওসি রকিবুল ইসলাম খাঁন,চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ,মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ,মাহবুবুর রহমান সোহাগ,ফারুখ আহমেদ পারুল,মীর খুরশেদ আলম ,মাসুদ খান,মিজানুর রহমান,সৈয়দ আতাউল মোস্তফা সোহেল ,,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র ,,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান ,,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাংবাদিক আয়ুব খান প্রমুখ।
বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ,সম্ভাবনা ,অনিয়ম,ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কথা বলে মাধবপুর কে জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ,জ্নপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা ,সাংবাদিক,রাজনৈতিক ,সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃত্ববৃন্দ।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                