সাব্বির আকাশ, হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরের ঘিলাতুলি এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে হৃদয় মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার ঘিলাতলী গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন বিন কুতুব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন। এছাড়া মনতলা বাজারে রাস্তার উপর নিমার্ণ সামগ্রী রেখে প্রতি বন্ধকতা সৃষ্টি করায় জনৈক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।