সাব্বির আকাশঃ হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে মৎস্য খামারে হামলা করে খামারীকে জিম্মি করে নগদ টাকা ও মাছের খাদ্য লুট ও পুকুর পাড়ের ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার আন্দিউড়া গ্রামে স্বপন মিয়ার মৎস্য খামারে এ ঘটনা ঘটেছে। রোববার সকালে খামারের মালিক স্বপন মিয়া আন্দিউড়া গ্রামের সাদেক মিয়া, আপন চকদার, আপন মিয়া, সামসু খান ও ইলিয়াছকে অভিযুক্ত করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। স্বপন মিয়ার অভিযোগ আন্দিউড়া গ্রামের সাদেক মিয়া সহ উল্লেখিত ৪ জনের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ জের ধরে শনিবার রাতে তারা সংঘবদ্ধ হয়ে মৎস্য খামারে হামলা চালায় । খামারের মালিক স্বপন মিয়াকে জিম্মি করে নগদ ২ লাখ ব্যবসার টাকা ও গুদাম থেকে ১৪০ বস্তা মাছের খাদ্য লুট করে নিয়ে গেছে। এ সময় মৎস্য খামারের পুকুর পাড়ের কাঠাল, কলা, পেঁপে ও আতাফল সহ শতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে। এ ব্যাপারে সাদেক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এ ধরনের কোন ঘটনা ঘটেনি। তারা মিথ্যা অভিযোগ তুলেছে। মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শিবানী দাশ জানান, অভিযোগ তদন্ত করতে আন্দিউড়া ইউনিয়নের বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।